অনলাইন ডেস্ক :
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪১ লাখ ৫১ হাজার ৪৩৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৮১ কোটি ৫১ লাখ ১ হাজার ৪২৫ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৯৩৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১০ হাজার ৮৩৪ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৪৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৫৩৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৫৯ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ১৬ জনে।
আরও পড়ুন
সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল
অসহনীয় যানজটে ঢাকাবাসী
কক্সবাজারে ২ পর্যটক তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক ৩