অনলাইন ডেস্ক :
বিশ্বে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত ছাড়ালো সাড়ে ১৮ কোটি। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন সোয়া চার লাখের বেশি মানুষ। আর একদিনে আরো প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ৪০ লাখ ৮ হাজারের বেশি।
ব্রাজিলে একদিনে ১৭শ’র বেশি মানুয়ের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ৬২ হাজারের বেশি। আর ভারতে মারা গেছে ৯শ’র বেশি।
এদিকে, মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ায় রেকর্ড ৭৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু বাড়তে থাকায় ভ্যাকসিন প্রয়োগ ত্বরান্বিত করতে রাজধানী মস্কোসহ সেন্ট পিটার্সবার্গে ভ্যাকসিনের নতুন কেন্দ্র খোলা হয়েছে।
আরও পড়ুন
ব্যাপক চাহিদা বাড়ায় ব্যাংকগুলো লকার সেবার পরিধি বাড়াচ্ছে
কমেছে চালের দাম, সবজি কিছুটা বাড়তি
রোজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৮০০ মেট্রিক টন টিসিবির মসুরের ডাল আমদানি