October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 10th, 2021, 12:15 pm

বিশ্বে করোনা আক্রান্ত ২৬ কোটি ৮৪ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৮৪ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৪৫৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৪৬ হাজার ৭৮৫ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৩৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৯৪ হাজার ৬৪৭ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৫০৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪০৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৪ হাজার ৩৯০ জনে।

এদিকে, রাশিয়া হঠাৎ করে করোনভাইরাসের সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯২ লাখ পাঁচ হাজার ৭৯৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭৪ হাজার ৩৯০ জন পৌঁছেছে।

এ সময় এক হাজার ২৭৯ জন নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজা ৮১৪ জনে।