October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 19th, 2022, 1:20 pm

বিশ্বে করোনা আক্রান্ত ৪২ কোটি ১৩ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট ক্রমাগত বৃদ্ধির মধ্যে দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫৮ লাখ ৭২ হাজার ৩৩৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৩ লাখ ৭২ হাজার ১০ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৩৩ হাজার ৮০৮ জন।

সোমবার অফিসিয়াল মনিটরিং অ্যান্ড রেসপন্স সেন্টার জানিয়েছে, রাশিয়া গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ৭৭ হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে মারা গেছেন ৬৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ২৬ লাখ ছাড়িয়েছে এবং মোট মৃতের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৬৬৪ জনে পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৭ লাখ ৮০ হাজার ২৩৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১০ হাজার ৯০৫ জন।

এদিকে ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৮০ লাখ ৭২ হাজার ২৩৮ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৪৩ হাজার ৩৪০ জনে।