October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:51 pm

বিশ্বে ১১ কোটি মানুষ জোরপূর্বক বাস্তচ্যুত : জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

বিশ্বে রেকর্ড ১১ কোটি মানুষ তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। বুধবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেনে রুশ যুদ্ধ, আফগানিস্তান থেকে শরণার্থীরা পালিয়ে আসা এবং সুদানের গৃহযুদ্ধ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। তারা বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। আর যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত তাদের সংখ্যাও নজিরবিহীন। ‘গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে ইউএনএইচসিআর বলেছে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।

২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি। এরপর সুদানে সংঘাত শুরু হওয়ার কারণে নতুন করে বাস্তুচ্যুতি ঘটে। এতে মে মাস নাগাদ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়ায় ১১ কোটিতে। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারণে বিশ্বে ১১ কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে। এটি আমাদের বিশ্ব পরিস্থিতির জন্য নিন্দনীয়।’ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ফিলিপো গ্র্যান্ডি। বিশ্বে ২০২২ সালে তিন কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এ ছাড়া ছয় কোটি ২৫ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছেন।