October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 12:10 pm

বিশ্ব্যবাপী করোনায় মৃত্যু ৪৪ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৪০ হাজার ৯৩২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২৫ লাখ ২ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৯৫ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯৭৩ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ৪৬৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৯ হাজার ৪০৬ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৮৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৫৬ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১৭ জনের, যা ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে। এসময় আরও ৫ হাজার ৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৫.৫৪ শতাংশ।

এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সুস্থতার হার ৯৩.৫৪ শতাংশ।