October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 14th, 2021, 12:24 pm

বিশ্ব করোনা: মৃত্যু ৫৩ লাখ ১১ হাজার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বে বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের করোনায় মৃত্যু সংখ্যা ৫৩ লাখ ১১ হাজার ছাড়ালো।

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি সাত লাখ ২৫ হাজার ২৯৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৫৬১ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি এক লাখ ১৮ হাজার ৩০৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৯৮ হাজার ৬৯৭ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৪৫৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৮ লাখ ৭১ হাজার ২২৯ জন এবং মৃত্যুবরণ করেছে দুই লাখ ৮৪ হাজার ৯০৯ জন পৌঁছেছে।

এদিকে, বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৫৬০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৬৩৬ জনে।