December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 24th, 2022, 7:54 pm

বিশ্ব নারী ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় স্মৃতি মান্ধানা

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সব ফরম্যাটে আলো ছড়াচ্ছেন ভারতের নারী ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা। ব্যাটিং দক্ষতা, দুর্দান্ত সব শট ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে অনেক আগেই জিতে নিয়েছেন সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধাদের মন। কয়েকবছর ধরে বিশ্ব নারী ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়ও এই ভারতীয়। বিগত ২০২১ সালটাও দারুণ কেটেছে মান্ধানার। সব ফরম্যাট মিলিয়ে মোট ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। এতে ৩৮.৮৬ গড়ে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি সহ করেছেন ৮৫৫ রান। যার ফলস্বরূপ জিতে নিয়েছেন আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের সম্মাননা। নারী ক্যাটাগরিতে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। তিনি গত বছর মোট ১১টি ওয়ানডে খেলেছেন। এতে ৯০.২৮ গড়ে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি সহ করেছেন ৬৩২ রান। এছাড়া বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জয় করেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। তিনি গত বছর মোট ৯টি ম্যাচ খেলেছেন। এতে ৩৩.৬৬ গড়ে তিনটি অর্ধশতসহ রান করেছেন ৩০৩।