অনলাইন ডেস্ক :
গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ইবোলার সংকটকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাহায্য কর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে একটি স্বাধীন কমিশন। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গ্যাব্রিয়াসুস। মঙ্গলবার এ বিষয়ক তদন্ত কমিটির সদস্য মালিক কাওলিবালি এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ দিনের তদন্ত শেষে দেখা যায়, যৌন হয়রানী ঘটনায় ৮৩ জন সাহায্যকর্মী জড়িত যাদের মধ্যে অন্তত ২১ জনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী। গত বছর থমসন রয়টার্স ফাউন্ডেশনের একটি তদন্ত প্রতিবেদনে প্রথম যৌন হয়রানির বিষয়টি উঠে আসে। তদন্ত প্রতিবেদনে অন্তত ৫০ জন নারী অভিযোগ করেছে, নারীদের চাকরি দেয়ার বিনিময়ে যৌনতার দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের দেশি বিদেশী সাহায্য কর্মীরা। এছাড়া অভিযুক্ত পুরুষ কর্মীরা জন্ম নিরোধক ব্যবহার না করায় ২৯ জন নারী গর্ভবতী হয়ে পড়েন এবং অনেক নারীকে গর্ভপাতে বাধ্য করা হয়।
আরও পড়ুন
বাংলাদেশের রপ্তানিকারকরা সক্রিয়, মার্কিন শ্রম নীতি নিয়ে খুব উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী মোমেন
জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের সময় শেষ
গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে: রাষ্ট্রপতি