October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:56 pm

বিশ্রামে পাকিস্তান দলের বাবর-রিজওয়ান-আফ্রিদি

অনলাইন ডেস্ক :

আলোচনা চলছিল কয়েকদিন ধরে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউফকে বিশ্রাম দিল পাকিস্তান। দল ঘোষণার বিবৃতিতে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলেছে, ‘কাজের চাপ ও ভবিষ্যৎ সিরিজের কথা মাথায় রেখে’ বিশ্রাম দেওয়া হয়েছে ওই পাঁচ জনকে। শারজাহতে তিন ম্যাচের সিরিজের জন্য ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আলো ছড়ানো ব্যাটসম্যান সাইম আইয়ুব ও পেসার ইহসানউল্লাহ। আসরে পেশাওয়ার জালমির হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে পাঁচ ফিফটিতে ১৬৭.০২ স্ট্রাইক রেটে ৩০৯ রান করেছেন সাইম। মুলতান সুলতান্সের হয়ে ১০ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার ইহসানউল্লাহ। দুজনেরই বয়স ২০ বছর। টি-টোয়েন্টি দলে প্রথমবার জায়গা পেয়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান তৈয়ব তাহির। গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ সেবার তিনি পাননি। গত দুই বছরে খেলা ম্যাচের পরিপ্রেক্ষিতে প্রতিটি খেলোয়াড়ের কাজের চাপ মূল্যায়ন করেছে পাকিস্তানের নির্বাচকরা। ২০২১ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ১৫০ ম্যাচ খেলেছেন রিজওয়ান। এই সময়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল আফগানিস্তানের রশিদ খান (১৫৭)। বাবর খেলেছেন ১২৭ ম্যাচ, রউফ ১২৫টি। পাকিস্তান সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বিশ্বকাপে। সেই দল থেকে জায়গা ধরে রেখেছেন কেবল ছয় জন- ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শান মাসুদ। সিরিজটির জন্য অন্তর্বর্তীকালীন প্রধান ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে। ম্যাচ তিনটি হবে আগামী ২৪, ২৬ ও ২৭ মার্চ। সবগুলি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, শান মাসুদ, তৈয়ব তাহির, জামান খান।