September 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 7:49 pm

বিশ্রাম শেষে ফের মাঠে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলবে ২৯ মে পর্যন্ত। এরপর দশ দিনের বিশ্রামে থাকবেন প্রোটিয়া ও ভারতীয় ক্রিকেটাররা। বিশ্রাম শেষে জুনের মাঝামাঝি সময়ে ফের মাঠে নেমে যাবে দুদল। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ভারতেই। সিরিজটি এফটিপির অংশ। বুধবার বিসিসিআইয়ের এক বৈঠকে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচগুলো ৯ থেকে ১৯ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ম্যাচের ভেন্যু হিসাবে রাখা হয়েছে কুটাক, ভাইজাগ, দিল্লি, রাজকোট এবং চেন্নাইকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন এই সিরিজের দুইটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরু ও নাগপুরে। কিন্তু সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কোনো ম্যাচ কুটাক ও ভাইজাগে অনুষ্ঠিত হয়নি। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি করে ম্যাচ দেওয়া হয়েছে এ দুই মাঠে।