October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 8:42 pm

বিস্ফোরক অভিযোগ করলেন দর্শনা

অনলাইন ডেস্ক :

‘লিপস্টিক’ নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের। সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই খবর জানানো হয়েছিল। হুট করে নতুন খবর, ভিসা জটিলতার কারণে সিনেমাটি দর্শনা বদলে পূজা চেরি করেছেন। তবে এই সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ নিয়ে এসেছেন দর্শনা বণিক। এই নায়িকার দাবি, চিত্রনাট্যকর আব্দুল্লাহ জহির বাবুর ‘অনৈতিক’ প্রস্তাবে সাড়া না দেওয়ায় বাদ পড়েছেন তিনি। দর্শনা বণিকের ভাষ্যটা এমন, ‘আব্দুল্লাহ জহির বাবুর সঙ্গে ছবির বিষয়ে সবকিছু মৌখিকভাবে চূড়ান্ত হয় কয়েক মাস আগে। এরপর তারা এ বিষয়টি অ্যানাউন্স করে। এরপর তাদের গত মাসের শেষ দিকে কলকাতা এসে আমাকে সাইনিং করানোর কথা ছিল। কিন্তু তারা আমাকে কিছুই জানায়নি।

এরপর ২৮ মে আমি মেসেজ দিয়েছিলাম আপডেট জানার জন্য। সেসময় তিনি আমাকে প্রযোজকের পক্ষ থেকে রিসোর্টে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, যেটা আমি সরাসরি নাকচ করি। এরপর তারা কেউ আমাকে আর কিছুই জানায়নি। তবে এই বিষয়টা আমি আশা করি নি। আমি এই ছবিতে থাকছি না, এটাও পরিচালক বা তাদের পক্ষ থেকে কেউ জানায়নি আমাকে। আমি গণমাধ্যমে নিউজ দেখে জানতে পারলাম যে, ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে।’ দর্শনা বণিকের এমন অভিযোগ প্রসঙ্গে আব্দুল্লাহ জহির বাবুর বক্তব্য, ‘এটা তো আসলে জোকস ছিল। আমি মজা করছিলাম। এটা তো স্ক্রিনশটেই রয়েছে। আমার প্রযোজক তো তাকে চেনেনই না। দেখেইনি।’ চিত্রনায়ক আদর আজাদের এই সিনেমাটি নির্মাণ করবেন কামরুজ্জামান রোমান। আগামী ২০ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা রয়েছে।