ফেনীর মহিপাল এলাকায় বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী ওই তরুণী।
অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু (২৬) ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন।
মামলা সূত্রে জানা যায়, বিয়ের আশ্বাসে পুলিশ সদস্য বাবলু চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার ওই তরুণীকে ফেনীর মহিপাল এলাকায় একটি হোটেলে এনে বারবার জোরপূর্বক ধর্ষণ করে। ওই তরুণী তাকে সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে বাবলু অস্বীকৃতি জানায়। এতে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
—ইউএনবি
আরও পড়ুন
নির্ধারিত সময়ের মধ্যে চালু হতে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ইইউ’র গ্লোবাল গেটওয়ে স্ট্র্যাটেজি বাংলাদেশকে সবুজ জ্বালানিতে রূপান্তরের উচ্চাকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে: পিটারিস উস্তুবস