October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 8:29 pm

বিয়ের জন্য পাত্রের খোঁজে সুবাহ

অনলাইন ডেস্ক :

বিয়ের জন্য পাত্র খুঁজছেন চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। আর কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না বলে জানিয়েছেন তিনি। ভালো পাত্র পেলেই বিয়ে করবেন এ নায়িকা। ফেসবুক লাইভে অনুরাগীদের উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘পাত্র দেখেন। ভালো পাত্রই পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন।’ অবশ্য এখনও অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন বলেও জানিয়েছেন সুবাহ। তিনি বলেন, ‘অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। যাদের অ্যাকাউন্ট আছে, মেয়েদের; তাকেই মানুষ, কিছু ছেলে আছে মেয়ে মানুষের ফেক অ্যাকাউন্টেও মেসেজ দেয়। এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় এলে গিফট দেওয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।’ ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম নিয়ে পরিচিতি পান সুবাহ। এরপর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করে আলোচনার শীর্ষে ছিলেন। সবশেষ গত বছর ইলিয়াস-সুবাহর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। আর নায়িকা হিসেবে সুবাহর অভিষেক হয় একই বছরের শেষদিকে ‘বসন্ত বিকেল’র মধ্য দিয়ে।