October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 5th, 2022, 7:41 pm

বিয়ের পর প্রথম পূজা, মিমের ‘অন্যরকম অনুভূতি’

অনলাইন ডেস্ক :

এবারের শারদীয় দুর্গাপূজা অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জীবনে নতুন অভিজ্ঞতা হয়ে এসেছে। কেননা গতবারের কুমারী মিম এবার বিবাহিত হয়ে পূজা পালন করছেন।নতুন জীবনে, নতুন অভিজ্ঞতা- এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, বর্ণনা করেছেন অনুভূতি। পোস্ট করেছেন শারদীয়ার সাজের বেশকিছু ছবি।সপ্তমির দিন কাশফুলের সঙ্গে পোস্ট করা ছবিসহ বিদ্যা সিনহা মিম লিখেছেন, এবারের পুজো আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দূর্গাকে! শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা।বিদ্যা সিনহা মিম আশা প্রকাশ করে লিখেছিলেন। আশা করি সবার পুজো এরকম সুন্দর কাটবে। আজ দশমী এদিন মিম সেজেছেন লাল শাড়িতে। এদিন তিনি ভক্তদের বিজয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।