October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 26th, 2022, 7:56 pm

বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ক মুখার্জি

অনলাইন ডেস্ক :

সান্দ্রা বাবিলকে নিয়ে করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ক মুখার্জি। গত বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। খবরটি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এই গায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস’। তাদের বন্ধু জয়রাজ ভট্টাচার্য নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমাদের দুই বন্ধু অর্ক আর সান্দ্রা আজ বিয়ে করল। আমি অর্ককে সান্দ্রার সূত্রে চিনিনি, আর সান্দ্রাকে অর্কর সূত্রে নয়। দুজনকেই আলাদা আলাদাভাবে কাজ করতে গিয়েই চিনেছি। তারপর একত্রে কাজ করতে গিয়েও চিনছি।’ বাংলা ও নেপালিসহ বিভিন্ন ভাষায় লোকসংগীত গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন অর্ক মুখার্জি। বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। ২০ টিরও বেশি ভাষায় গান গাইতে পারা এই সংগীতশিল্পী পাঁচটি ভিন্ন যন্ত্র বাজাতে পারেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্লুজ, সোল এবং বিভিন্ন উপজাতীয় সংগীত ফর্মগুলোতে লোকসংগীত গেয়েছেন।