March 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 10th, 2021, 6:34 pm

বিয়ে করেই জয়পুর ছাড়ল ভিকি-ক্যাটরিনা

অনলাইন ডেস্ক :

বৃহস্পতিবার রাতেই ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ বিয়ে করেছেন। তারকা জুটির বিয়ের ফটো আপাতত টক অফ দ্য টাউন। লাল শাড়িতে মাথায় ওড়না, কনের সাজে বিদেশিনী ক্যাটকে দেখে কে বলবে তিনি মুম্বাইতে এসেছেন বছর কয়েক আগেই। হিন্দু রীতিনিতি মেনেই বিয়ে করেন নায়িকা প্রেমিক ভিকির সাথে। ভারতের মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল বিয়ের আসল। বৃহস্পতিবার রাতেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের আসর থেকে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে শুক্রবার সকালেই ছাড়লেন সেই বিলাসবহুল ফোর্ট। যদিও অতিথিরা এখনও আছেন সেখানেই। ফোর্টে আছেন ভিকি-ক্যাটের পরিবারও। জয়পুর এয়ারপোর্ট থেকে চার্টার্ড ফ্লাইট নিলেন নব্য-বিবাহিত জুটি। মনে করা হচ্ছে, ভিকি আর ক্যাট উড়ে গেলেন মালদ্বীপে হানিমুনের জন্য। বেশ টাইট শ্যুটিং শিডিউল রয়েছে ভিকির। হাতে পর পর ছবির কাজ। তাই বিয়ের পরদিনই বউকে নিয়ে উড়ে গেলেন মধুচন্দ্রিমায়। যদিও বিয়ের মতো, এই ব্যাপারটাও গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাট চার্টার্ড ফ্লাইট নিয়ে ঠিক কোথায় গেলেন, তা আপাতত গোপনই রাখা হয়েছে। ভিকি-ক্যাটের মুম্বাই রিসেপশনও হওয়ার কথা এর মধ্যেই। যদিও ওমিক্রনের আতঙ্কে নাকি সেখানেও কাটছাঁট করার কথা ভাবা হচ্ছে। ভিক্যাটের বিয়েতে বলিউড থেকে গিয়েছিলেন কবীর খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদিরা। বলিউডের সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়েই নাকি মুম্বইতে বসবে রিসেপশন। যদিও সময়-তারিখ এখনও অজানা।