October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 7th, 2022, 8:02 pm

বিয়ে নিয়ে বিড়ম্বনায় নিলয়!

অনলাইন ডেস্ক :

সেলিম বাবা-মা হারা, স্বজনহীন মধ্যবিত্ত এক যুবক। যার স্বপ্ন বিয়ে করে ঘরে আনবে নতুন অতিথি। আর তার সাদা-কালো বিরক্তিকর জীবনটা হয়ে উঠবে সম্পূর্ণ রঙিন। ইঞ্জিনিয়ার সেলিম বউ খোঁজার জন্য অনলাইন মাধ্যমকে বেছে নেয়। আর সেখানে একের পর এক ঘটতে থাকে নাটকীয় ঘটনা। সেলিম কি খুঁজে পায় তার স্বপ্নের রাজকন্যা? নাকি অনলাইনে ল্যাং খেয়ে ফিরে আসে অফলাইনে? তা জানতে হলে ‘বিয়ে করতে গিয়ে’ নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এর পরিচালক ইমরাউল রাফাত। সেলিম চরিত্রটি রূপায়ন করেছেন নিলয় আলমগীর। ২০ পর্বের হাস্যরসাত্মক এই ধারাবাহিক নাটক রচনা করেছেন মারুফ রেহমান। এ নাট্যকার বলেনÑ‘জীবনের অর্ধেক ঝামেলা শুরু হয় বিয়ে করতে গিয়ে। আর বাকি অর্ধেক ঝামেলা বিয়ের পরে। তো আমাদের এবারের গল্পটা এক ব্যাচেলর যুবকের বিয়ে করা নিয়ে। আপনি বিয়ে করুন অথবা না করুন, বঙ্গর সঙ্গেই থাকুন আর উপভোগ করুন বিয়ে করতে গিয়ে নাটকটি।’ আগামী ১০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে ধারাবাহিকটি। বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘এটি একশতভাগ বিনোদনধর্মী একটি নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস নতুন বছরের এই নাটক সকল-শ্রেণির দর্শককে আনন্দ দিতে সক্ষম হবে।’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেনÑপারসা ইভানা, তাসনুভা তিশা, শহীদুল আলম সাচ্চু, শামীমা নাজনীন, সাইদুর রহমান পাভেল, রিমি করিম প্রমুখ।