October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 13th, 2021, 7:35 pm

বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন হিমি

অনলাইন ডেস্ক :

অভিনয়শিল্পীদের প্রেম-বিয়ে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি কি প্রেম করছেন বা বিয়ের কোনো পরিকল্পনা করছেন? স্বয়ং তিনিই এ নিয়ে খোলামেলা কথা বললেন। জানালেন আপাতত বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। আর প্রেম করার মতো সময়ও নেই। হিমি বলেন, আমার আসলে সময় খুব কম। আমার গ্র্যাজুয়েশন চলছে, তার পাশাপাশি চাকরিতে ঢুকেছি। সবকিছু মিলে সময় পাচ্ছি না। তবে সব ঠিকঠাক থাকলে প্রেমের চ্যাপ্টারে সময় দেবো। যদি কোনো সময় কাউকে ভালো লাগে তাহলে। বিয়ে নিয়ে আপাতত পরিকল্পনা নেই জানিয়ে হিমি বলেন, খুবই ছোট আমি, যদিও লম্বা হওয়ার কারণে অনেকে বড় মনে করেন। এখনই বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই। এদিকে, সম্প্রতি হিমি অভিনয় করেছেন ‘ফ্যামিলি প্রবলেম’ নামের একটি ধারাবাহিক নাটকে। এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। ‘সিএমভি স্ক্রিন’ ইউটিউব চ্যানেলে শিগগিরই প্রচার শুরু হবে এর। এ ছাড়া ‘চেরাগের দৈত্য’ শিরোনামের একটি একক নাটকেও অভিনয় করেছেন হিমি। এটি পরিচালনা করেছেন জুয়েল হাসান। বড় পর্দার অভিনয় করা নিয়ে ভাবনার কথাও জানান হিমি। তিনি বলেন, ইচ্ছে আছে ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করার। সেভাবেই নিজেকে তৈরি করছি। ইতোমধ্যে সিনেমা নিয়ে ক’জন নির্মাতার সঙ্গে কথা-বার্তাও হয়েছে। তবে শতভাগ সন্তুষ্ট না হলে কাজ করবো না। দেখেশুনে এ জায়গাটিতে যাত্রা শুরু করতে চাই।