October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 10th, 2022, 8:06 pm

বিয়ে বাড়িতে হলো ‘গুণিন’ সিনেমার প্রিমিয়ার

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ মুক্তি পাবে ১১ মার্চ। চরকি প্রযোজিত সিনেমাটির প্রিমিয়ারের আয়োজনেও ছিল ভিন্নতা। ‘গুণিন’ সিনেমার প্রধান দুই চরিত্র রাবেয়া-রমিজ অর্থাৎ পরীমনি-শরিফুল রাজের বিয়ের আয়োজনের মধ্যে দিয়ে সাজানো হয় পুরো এই অনুষ্ঠান।

‘গুণিন’ বাড়ির ছেলে ও মিয়া বাড়ির মেয়ের বিয়ের এই শুভদিনে দেখানো হয় তাদের অভিনীত সিনেমা ‘গুণিন’। ৯ মার্চ বিকেলে রাজধানীর মাদানী এভিনিউয়ের শেফ’স টেবিল কোর্টসাইডে বসেছিল এই বিয়ের আসর। প্রথমেই পালকিতে করে রাবেয়া-রমিজ বিয়ের মঞ্চে উপস্থিত হয়।

নীল হুরেজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। এরপর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, অভিনেতা ও অভিনেত্রীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গুণিন’ সিনেমার পরিচালকসহ অভিনেতা-অভিনেত্রী দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা। আরও উপস্থিত ছিলেন সাজগোজ-এর কর্মকর্তা, বিকাশ-এর কর্মকর্তা, চরকির কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

—-ইউএনবি