নিজস্ব প্রতিবেদক:
দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ নিয়মিত নাটকে অভিনয় করছেন। এরই ধারাবাহিকতায় তাকে ‘বীরাঙ্গনা’ নাটকে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়াও আরো অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলাসহ অনেকে। নাটকটি ১৬ ডিসেম্বর বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে বলে জানান এর নির্মাতা। মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনি নাটকের মূল প্রতিপাদ্য। এ প্রসঙ্গে লেখক টিপু আলম মিলন বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে বীরাঙ্গনারা আজও অবহেলিত। সমাজে বসবাসরত কিছু মানুষের তাচ্ছিল্যের তীর বিদ্ধ করে তাদের। অন্তর-দ্বন্দ্বে দগ্ধ এসব বীরাঙ্গনার ত্যাগের কি কোনো মূল্য নেই? তাদেরই একজন বীরাঙ্গনা ময়ূরজান। তার জীবনের গল্প তুলে ধরা হয়েছে নাটকে। হৃদয়স্পর্শী এ কাহিনি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান