October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 8:05 pm

বুচা শহরের রাস্তায় লাশের সারি

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহর। মেয়র আনাতোলি ফেদোরুক বলেছেন, ‘বুচায় আমরা ইতোমধ্যেই ২৮০ জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরের রাস্তাগুলো মরদেহে ছেয়ে গেছে।’ফেডোরুক বলেন, ‘নিহত এইসব মানুষকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ এমনকি ১৪ বছর বয়সী একটি কিশোরও রয়েছে।‘ স্থানীয় সময় গত শনিবার রুশ সেনাদের কাছ থেকে কিয়েভের পুনর্দখল নেওয়ার দাবি করে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের উপকণ্ঠে বুচা শহরের অবস্থান। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এটিরও নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। এএফপিকে টেলিফোনে মেয়র ফেদোরুক বলেন, শহরের রাস্তায় এমন কিছু গাড়ি পড়ে আছে, যার ভেতরে মৃতদেহ আছে। তাদের অনেককে সপরিবার হত্যা করা হয়েছে। কেউ কেউ বুচানকা নদী পার হয়ে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার চেষ্টার সময় হত্যার শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিবিসি জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর দুই বা তিনদিন পরই বুচা হয়ে রাজধানী কিয়েভের দিকে যাওয়ার চেষ্টা করে রাশিয়ার সেনাবাহিনী। সে সময় শহরের রাস্তায় তীব্র হামলার মুখে পড়ে রুশ সামরিক বাহিনী। বুচার রাস্তায় রুশ ট্যাংক ও সাঁজেয়া যানের বিশাল বহর ধ্বংস করে ইউক্রেনীয় বাহিনী।সূত্র: বিবিসি