October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 6:45 pm

বুধবার মুক্তি পাচ্ছে মিলন’র ‘ছলনা’

নিজস্ব প্রতিবেদক:

শুরুটা ‘সখি ভালোবাসা কারে কয়’ দিয়ে। এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষিসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেম রোগ’, ‘কতে যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কিভাবে’, ‘ডানাকাটা পরী’ সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সঙ্গীত বোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কন্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যাস্ত সময় পার করছেন এই শিল্পী। নিয়মিতই তার ভক্তরা গান পাচ্ছে তার কন্ঠে। এরই ধরাবাহিকতায় এবার আরও এক নতুন গান ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘ছলনা’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রসেনজিত মন্ডলের কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। গানের কথার সাথে মিল রেখে ব্যতিক্রমী এক গল্প আর মনমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন কাজী আসিফ ও মাখনুন সুলতানা মাহিমা। আছে মিলনের উপস্থিতিও। গানটি প্রসঙ্গে মিলন জানালেন, ‘ছলনা’ একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। প্রেমিক হৃদয়ের কষ্ট, আকুতি ফুটে উঠেছে এই গানে। আমি আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে।। সেই সাথে গানটির ভিডিও সবার ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক আন্তর্জাতিক অ্যাপ এ।