বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের মধ্যে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত চারটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের উপপরিচালক শাহজাহান শিকদার জানান, এর মধ্যে ঢাকা মহানগরীতে দুইটি, মাগুরায় একটি ও রাজশাহীতে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও ফায়ার সার্ভিসের ৩৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে এ পর্যন্ত ২৭৪টি গাড়ি ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের