October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 7:56 pm

বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই: শাকিব

অনলাইন ডেস্ক :

বিয়ে-বিচ্ছেদ-সন্তান নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষমেষ গণমাধ্যমে বিয়ে বিচ্ছেদের আভাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান নিজেই। সরাসরি কিছু না বললেও শাকিব খান পরোক্ষভাবে জানিয়েছেন বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি নেই। অপু বা বুবলী কেউই সুযোগ দেননি বলে অভিযোগ করেন শাকিব। তারা অপছন্দের কাজ করেছেন। এরপরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়? এমন প্রশ্নও তুলেছেন এই সুপারস্টার। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে শাকিব নিজেই এসব কথা জানান। তিনি বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি দুটি সময়। প্রথমটা করোনাকালে যখন একাকী ছিলাম। আর দ্বিতীয়টা যখন নিঃসঙ্গভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেছি।’ শাকিব জানান, ‘আমি সেই দিনগুলোতে একাকী থাকায় নিজের জীবনের ফেলে আসা দিন নিয়ে হিসাব করার অফুরন্ত সময় পেয়েছিলাম। তখন নিজের ফেলে আসা জীবনের হিসাব-নিকাশ করতে গিয়ে দেখলাম, না বুঝে অনেক ভুল করে ফেলেছি। বেশিরভাগ ভুল করেছি ভুল মানুষের সঙ্গে মিশে।’ শাকিব আরো বলেন, ‘মনে হচ্ছে, সেই ভুলেরই খেসারত দিচ্ছি এখন। তাই জীবনের বাকি দিনগুলোতে আর কোনো ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না। আর কোনো ভুল করতে চাই না। ভুল করে মেশা সেই বাজে মানুষগুলোকে আর পাশে রাখতে চাই না। এখন থেকে শুধুই পজিটিভ ওয়েতে চলব। সৃষ্টিকর্তা আমাকে এমন উচ্চাসনে উপবিষ্ট করেছেন, আমার দর্শক-ভক্তরা আমাকে আকাশসমান ভালোবাসা দেওয়ার পরও কেন আমি ভুল পথে চলে আজ আমার কর্ম ও ব্যক্তিজীবন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। এটিই এখন আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা।’
কথায় কথায় শাকিব খান জানিয়ে রাখেন, ‘অনেক অপ্রাপ্তির মধ্যেও আমার জীবনের বড় প্রাপ্তি হলো আমার দুই প্রাণপ্রিয় সন্তান আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীর। আমি আমার এই দুই আদরের সন্তান ও যেসব মানুষ, যারা আসলেই আমাকে মনেপ্রাণে ভালোবাসে, পছন্দ করে, তাদের নিয়েই আগামীর পথে এগোতে চাই।’
শাকিব খান আরও জানান, ‘দেখুন ফিল্মস্টার হলেও অন্য দশজনের মতো আমিও একজন সাধারণ মানুষ। সবার মতো আমারও ব্যক্তিগত জীবন বলে একটা কিছু আছে। প্রেম, বিয়ে ও সন্তান প্রত্যেক মানুষের একান্তই ব্যক্তিগত বিষয়। এগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করার বিষয় নয়। আর আমি আমার পারসোনাল লাইফ পাবলিকের সামনে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমার ইচ্ছে ছিল, সময়মতো সুন্দর আয়োজনের মাধ্যমে ঘটা করে বিষয়টি সবাইকে জানিয়ে, সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব। কিন্তু অপু বা বুবলী কেউই আমাকে সেই সুযোগ দেয়নি। আমার অপছন্দের কাজ করে সবার কাছে আমাকে ছোট করার পরও কী তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়?’ তিনি বলেন, ‘আমার সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে তাদের মনে যখন এমনই উচ্ছ্বাস ছিল, তখন তারা বিয়ে বা সন্তান জন্মের পরপরই সবাইকে বিষয়টি কেন জানাল না! আমি তো তাদের মুখ বন্ধ করে রাখিনি। প্রকাশই যদি করতে হলো, তাহলে এত দেরিতে কেন? তাহলে কী তারা আমার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাকে অপমান আর ধ্বংস করতে চেয়েছিল? এই প্রশ্ন আমি আমার ভালোবাসার দর্শক-ভক্তদের কাছেই রাখলাম।’ অনেক আগে থেকেই শাকিব-বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তারা নিজেরা কখনো স্বীকার করেনি। কিন্তু সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পরই শাকিব খান ও বুবলীর বিবাহবিচ্ছেদের খবরও সামনে আসে। এরআগে এ বিষয়ে বুবলী গণমাধ্যমে বলেছিলেন, ‘বিয়ে করেছি সংসার করতে, বিচ্ছেদের জন্য নয়।’ এমন কথা বলার পরও তাদের দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। এমনকি সন্তানের খবর প্রকাশ্যে আসার পর তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের রোমান্টিক গানের শুটিংয়ে দুজনের কাউকে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়নি। দুজনের জন্য শুটিং স্পটে বিশ্রামের জন্য পাঁচ তারকা হোটেলে দুটি আলাদা রুমের ব্যবস্থা করে প্রযোজনা প্রতিষ্ঠান।