September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 21st, 2023, 8:04 pm

বুবলীর স্ট্যাটাস নিয়ে মুখ খুললেন অপু

অনলাইন ডেস্ক :

এদিকে চলতি মাসের শুরু থেকেই আলোচনায় জায়গা করে নিয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং অপুর ‘লাল শাড়ি’ সিনেমার প্রচারণা করতে দেখা যায় একে অপরকে। এর পরেই প্রশ্ন উঠে: তাহলে কি মান-অভিমান ভুলে এক হতে যাচ্ছেন শাকিব-অপু? এর মধ্যে ‘প্রিয়তমা’ সিনেমা মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ায় সেখানে উড়াল দেন চিত্রনায়ক শাকিব। আর এর দুই সপ্তাহ পরই ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান ঢালিউড কুইন অপু। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব-অপু ও তাদের ছেলেকে। এ ছাড়া আরও একটি ভিডিওতে নিউইয়র্কের রাস্তায় ঘুরতেও দেখা যায় তাদের। শেষ একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় এ দুই তারকাকে।

শাকিব ও অপুর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনার মধ্যেই প্রশ্ন ওঠে বুবলীর। গুঞ্জন শোনা যায়, আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনিও। এরই মধ্যে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মঙ্গলবার দুপুরে ফেসবুক পেজে ছেলে বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’ অন্যদিকে বুবলীর ছেলেকে নিয়ে পোস্ট করার এক দিন পরেই অর্থাৎ বুধবার নিউইয়র্কের ম্যানহাটন থেকে ছেলে জয়ের দুটি ছবি ফেসবুকে পোস্ট করেন অপু। ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমার প্রিয়স্থান তোমার আলিঙ্গনে।’ অপুর এ পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাক্সক্ষীদের। সেখানে নেটিজেনরা অপু বিশ্বাসের ছেলেকে নানা রিঅ্যাকশন এবং মন্তব্যে ভাসাচ্ছেন। আবার কেউ কেউ শবনম বুবলীর পক্ষেও কথা বলছেন।