December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 31st, 2023, 8:37 pm

বুরকিনা ফাসোতে বিদ্রোহীর হামলায় নিহত ২৮

অনলাইন ডেস্ক :

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র বিদ্রোহীদের দুইটি পৃথক হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোক রয়েছেন। গত সোমবার নাইজারের সীমান্তবর্তী প্রদেশ সেনোর গভর্নরের পৃথক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা। বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী সোমবার জানিয়েছে, বিদ্রোহীরা নাইজারের সীমান্তবর্তী প্রদেশ ফালগাউন্টোতে সেনাবাহিনীর একটি যুদ্ধ ইউনিটে অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় ১০ সেনা, দুই স্বেচ্ছাসেবক এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেনাবাহিনী আরো জানিয়েছে, হামলার পর ঘটনাস্থল থেকে অন্তত ১৫ বিদ্রোহীর লাশ উদ্ধার করা হয়েছে। এক পৃথক বিবৃতিতে আইভরি কোস্টের সীমান্তবর্তী বুরকিনা ফাসোর প্রদেশ ক্যাসকাডেসের গভর্নর জিন চার্লস ডিট ইয়েনাপনো জানিয়েছেন, বিদ্রোহীদের হামলার পর ১৫ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গভর্নর আরও জানিয়েছেন, গত রোববার এ হামলার ঘটনা ঘটে। সশস্ত্র বিদ্রোহীরা ৮ নারী ও ১৬ পুরুষ বহনকারী দুইটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পরে তাদের থামিয়ে সবাইকে উদ্ধার করা হয়।