October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 9:04 pm

বুড়িগঙ্গায় নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গায় গুদারা ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এদের মধ্যে এক শিশু ও দু’নারী রয়েছে।
তিন জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেখা (২৯) ও সানজিদা (৮)। অপরজন ২৭ বছরের অজ্ঞাত এক মহিলা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এখনও পর্যন্ত ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান, বুড়িগঙ্গায় নৌকা ডুবির খবর পেয়ে সকাল সোয়া ৯ টার দিকে সদরঘাট ও সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সোয়া ১২ টার দিকে রেখা ও সানজিদার মরদেহ উদ্ধার করেন। পরে বিকেল ৩ টার দিকে আরও এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়।

—বাসস