October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 30th, 2022, 8:04 pm

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জিতলো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় ওয়ানডের মত ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। প্রথম ওয়ানডে ৭ উইকেটের জয়ে সিরিজ ১-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। ক্রাইস্টচার্চে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়াস আইয়ার ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের এডাম মিলনে-ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন। জবাবে ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। বিশ্বকাপ সুপার লিগের অংশ এ সিরিজ শেষ ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১৮ ম্যাচে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো নিউজিল্যান্ড। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত-নিউজিল্যান্ডসহ ইংল্যান্ড,অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।