অনলাইন ডেস্ক :
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহীনসের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে অবিরাম বৃষ্টির কারণে টস পর্যন্ত করতে পারেনি দুই দলের অধিনায়ক। সকাল পেরিয়ে দুপুরের পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে শাহীনস।
ইসলামাবাদে টানা বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ‘এ’ আর পাকিস্তান শাহীনসের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। নির্ধারিত সময়ে টস হয়নি, পরে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্তই ঘোষণা করেন। প্রথম ওয়ানডেতে পাকিস্তান শাহীনসের কাছে বড় ব্যবধানের হার দেখে তাওহীদ হৃদয়ের ‘এ’ দল।
আগে ব্যাট করে বাংলাদেশ করতে পারে কেবল ১৮৩ রান। সৌম্য, নাইম, হৃদয়ের ব্যর্থতার দিনে রান করেন কেবল সাইফ হাসান ও রিশাদ হোসেন। সহজ লক্ষ্য টপকাতে পাকিস্তান শাহীনসের ২৭.৫ ওভারের বেশি লাগেনি। ৮ উইকেটের জয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচ হল পরিত্যক্ত। আর সিরিজের শেষ ওয়ানডে আগামীকাল শুক্রবার একই ভেন্যু ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’