অনলাইন ডেস্ক :
রোববার থেকে শুরু হয়েছে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইপিএলে খেলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে তিনি মাঠে নামেন। কিন্তু বৃষ্টির কারণে ব্যাটিং করা হলো না তামিমের। ভাইরাহাওয়ার গ্লাডিয়েটর্স ও পোখারা রাইনোসের ম্যাচটির মাঝপথেই হানা দেয় বৃষ্টি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পোখারা। প্রথম ২৫ বলে ১২ রান তুলতেই তাদের ৫ উইকেট পড়ে যায়। এরপর ১০.১ ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় পর্যন্ত ৭ উইকেটে ৬৫ রান তুলেছিল পোখারা। বৃষ্টি না থামায় পরবর্তীতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। হাঁটুর চোটের কারণে দেশের হয়ে সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এ কারণে তাকে বিশ্বকাপ দলে রাখা ঠিক হবে কিনা- তা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়। নিজেকে বিতর্কের বাইরে রাখতে বিশ্বকাপ দল থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা