October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 8:46 pm

বৃহত্তর বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের দিকে দৃষ্টি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার

প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে আবির্ভূত হতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দু’দেশের মধ্যে বাণিজ্য প্রসার ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিতকরণের উপায় বের করতে আলোচনা করেছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান দেশটির বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ড্যান তেহানের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন।
জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আসন্ন সভা ক্যানবেরায় ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভাকে সামনে রেখে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ১৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) অধীনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপটি গঠিত হয়।
সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশের অবকাঠামো, আইটি, মাইনিং ও অন্যান্য সম্ভাবনাময় খাতে দেশটির ব্যবসার জন্য প্রধান প্রধান সুযোগ চিহ্নিত করতে একাধিক গবেষণার অনুমোদনের ঘোষণা দিয়েছে।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের উত্তর ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব গ্যারি কাওয়ান এবং মন্ত্রীর উপদেষ্টা লাচলান স্মিথ।

—ইউএনবি