September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 7th, 2024, 7:24 pm

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ড. ইউনুস

ঢাকায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে যাওয়া নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।

তিনি বলেন, ‘দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আগামীকাল (বৃহস্পতিবার) ২টা ১০ মিনিটে তিনি (ড. ইউনূস) ঢাকায় পৌঁছাবেন।’

এর আগে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্মতিতে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক দীর্ঘ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে সম্মতি দেন।

—-ইউএনবি