November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 8:06 pm

বেদনায় পুড়ছেন চেলসি অধিনায়ক

অনলাইন ডেস্ক :

চলতি মৌসুমে লিগ কাপের পর এফএ কাপের ফাইনালেও লিভারপুলের কাছে হেরে গেছে চেলসি। দুটি ফাইনালই আবার টাইব্রেকারে গড়িয়েছে। এমন হারের পর হতাশায় ভুগছেন চেলসি অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা। ইংল্যান্ডের ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে টাইব্রেকারে লিভারপুলের কাছে ৬-৫ ব্যবধানে হেরেছে চেলসি। সিজার আজপিলিকুয়েতার পর সপ্তম শট মিস করেন ম্যাসন মাউন্ট। টানা দুই ফাইনালে লিভারপুলের কাছে হার মেনে নিতে পারছেন না চেলসি অধিনায়ক। ক্লাব ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন,’যখন পেনাল্টি শুট আউটের সামনে পড়ি তখনি আমরা সেরাটা দেওয়ার চেস্টা করি। আমরা টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকি কিন্তু দুর্ভাগ্যক্রমে এবারও আমরা জয় পায়নি। ‘ চেলসি অধিনায়ক আরও বলেন,’আমিও পেনাল্টি মিস করেছি তাই এটি শুধু ম্যাসনের ভুল নয়। আমরা সবাই এখানে একসাথে আছি। যখন শুট কে কে নিবে সেটার তালিকা তৈরি করি, তখন আমরা সবাই আত্মবিশ্বাস অনুভব করি যে আমরা শুট করতে পারব। এবার এরকম হতাশার ঘটনা ঘটেছে এবং আমি নিশ্চিত ম্যাসন আরও অনেক বার সুযোগ পাবে। সে এখনও একজন তরুণ খেলোয়াড়। এটা ফুটবলের অংশ। এটা সত্য যে কখনো কখনো এটা বেদনাদায়ক মনে হয়, কিন্তু অবশ্যই আমরাই প্রথম যারা আঘাত পেয়েছি। ‘ ক্লাব বিশ্বকাপ জয়ের আগে উয়েফা সুপার কাপ জিতেছিল চেলসি। কিন্তু টানা দুই ফাইনাল হার হতাশায় ডুবিয়েছে চেলসিকে মনে করছেন আজপিলিকুয়েতা।