December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 5th, 2023, 8:36 pm

বেনজেমার গোলে রিয়াল মাদ্রিদের ড্র

অনলাইন ডেস্ক :

লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন করিম বেনজেমা। শেষ ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন ফরাসি এই তারকা ফুটবলার। তার গোলে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় অ্যাথলেটিকো বিলবাও-রিয়াল মাদ্রিদ। বিরতিতে থেকে ফিরেই ম্যাচের ৪৯ মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও ওইহান সানসেটের গোলে লিড পায় বিলবাও।

এরপর গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে লস ব্লাঙ্কোরা। এরপর ম্যাচের ৭২ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর তাই তিন নম্বরে থেকে আসর শেষ করতে হয়েছে ডিয়াগো সিমিওনের শীষ্যদের। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান থেকে মৌসুম শেষ করলো কার্লো আনচেলত্তির শীষ্যরা।