অনলাইন ডেস্ক :
অবশেষে গুঞ্জন সত্যি হল। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সাড়ে সাত কোটি ইউরোর বিনিময়ে ডারউইন নুনেজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা। গণমাধ্যমের খবর নুনেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে লিভারপুল। ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন নুনেজ। বেনফিকার জার্সিতে করেছেন ৩৪ গোল। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে এই লিভারপুলের বিপক্ষে উভয় লেগেই গোল করেছিলেন তিনি। নুনেজকে দলে পেতে আগ্রহী ছিল আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু লিভারপুলকে বেছে নিয়েছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। উরুগুয়ে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন নুনেন। ১১ ম্যাচে করেছে দুই গোল। তাঁর অন্তর্ভুক্তিতে নিশ্চয় শক্তি বাড়ল লিভারপুল শিবিরে।
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব