October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 17th, 2022, 9:03 pm

বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সির ধর্মঘট প্রত্যাহার

বেনাপোল বন্দরে পূর্বঘোষিত ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। শনিবার ঘোষিত অনির্দিষ্টকালের জন্য ডাকা কর্মবিরতি সোমবার সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয়।

জানা গেছে, বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ আলোচনার ভিত্তিতে শর্ত পূরণের শর্তে এই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, আগামী ১৬ জুনের মধ্যে শর্তগুলো যথাযথভাবে পূরণ না করলে পরবর্তীতে সমিতির পক্ষ হতে কঠোর নির্দেশনা ঘোষণা করা হবে।

এ ব্যাপারে বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আগামী ১৫ দিনের মধ্যে তিনটি করে নতুন ক্রেন ও ফর্কক্লিপ বন্দরে সংযোজন করা হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে পুরোনো ক্রেন ও ফরক্লিপগুলো পরিবর্তন করে সব নতুন ক্রেন ফরক্লিপ পণ্য উঠানো-নামানোর জন্য দেয়া হবে এই মর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।

—ইউএনবি