November 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 9th, 2022, 7:34 pm

বেনাপোলে ফেনসিডিল জব্দ, ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল পোর্ট থানায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দের দাবি করেছে পুলিশ।

রবিবার সকাল ১০টার দিকে সাদিপুর গ্রামের খেয়াঘাটপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে মো. আতিয়ার রহমান (৫৫), কাগমারী গ্রামের মৃত আহম্মেদ খাঁর ছেলে মো.শাহ আলম (৪০) ও একই গ্রামের মো. শাহ আলমের ছেলে আরজু (১৯) ও বড় আচঁড়া গ্রামের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মো. আক্তারুল ইসলাম (২৭)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বরিবার সকাল ১০টার দিকে খবর আসে সাদিপুর গ্রামের খেয়াঘাটপাড়ার আতিয়ার রহমানের বসত বাড়ির সামনে ফেনসিডিলের একটি চালান নিয়ে মাদকব্যবসায়ীরা অবস্থান করছে। এমন খবরে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তাদেরে বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্ত।

—ইউএনবি