যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বার (এক কেজি ৭৪৯ গ্রাম) জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়েছে।
বুধবার ভোরের দিকে পুটখালী গ্রামের ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
আটক মনিরুল ইসলাম (৩৭) বালুন্ডা গ্রামের বাসিন্দা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি ৭৪৯ গ্রাম স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে ফার্নেস অয়েল সঙ্কট ব্যাহত বিদ্যুৎ উৎপাদন
ফের দেবে গেছে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস