October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 2nd, 2022, 7:33 pm

বেনাপোলে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগজিন জব্দ, কাউন্সিলর আটক

বেনাপোলের ঝিকরগাছায় দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসময় পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) আটক করে গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোরে উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

অভিযুক্ত রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার মৃত আক্তার হোসেনের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায় বন্দর এলাকায়। বোমা হামলায় আহত হন ২০ জন শ্রমিক। বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বাদি হয়ে ওই থানায়ই তিনটি মামলা করেন। মামলার পরপরই গা ঢাকা দেয় রাশেদ আলী। গতরাতে জেলা গোয়েন্দা পুলিশ গদখালি গ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ম্যাগাজিনসহ আটক করা হয় রাশেদ আলীকে।

তিনি আরও জানান, কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ ১৩টি মামলা রয়েছে।

ওসি জানান, রাশেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

—-ইউএনবি