October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 29th, 2023, 7:40 pm

বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার জব্দ, আটক ৩

যশোরের বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যক্তিকে আটকের দাবি করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- ফরিদপুরের নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. হাবীব(৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) এবং একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়।

পরে সন্দেহভাজন তিন পাসপোর্টধারী যাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমেই তাদের কাছে স্বর্ণ আছে বলে স্বীকার করে। দুই জনের কাছে ছয় পিস করে ১২পিস, অপর জনের কাছে আট পিস স্বর্ণের বার পাওয়া যায়। ২০ পিস স্বর্ণের ওজন দুই কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা।

স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান আরেফিন জাহেদী।

—ইউএনবি