October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 28th, 2023, 7:44 pm

বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বার জব্দ, আটক ১: বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তে দুই কেজি ৮২৯ গ্রামের ১৭টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়।

শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানার খলশী এলাকা থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ স্বর্ণের বারসহ তাকে আটক করে।

আটক মিকাইল হোসেন পিন্টু (৩০) বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল হোসেন বলেন, বেনাপোল সীমান্ত পথ দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে ৪৯ বিজিবি ও ৫৮ বিজিবি’র দু’টি চৌকস টহল দল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার গ্রামস্থ মাঠে অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন ওই পাচারকারী খলশী বাজার গ্রামস্থ মাঠ দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে থাকা বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় কসটেপ দিয়ে মোড়ানো ১৭টি স্বর্ণে বার উদ্ধার করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার এবং স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল বলে জানায়।

জব্দ স্বর্ণের মূল্য দুই কোটি ৮২ লাখ নব্বই হাজার টাকা বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

—-ইউএনবি