বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচারকালে লিমন হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান করেন। এ সময় এক যুবক মোটরসাইকেলযোগে সীমান্তে দিকে আসলে বিজিবি তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে তল্লাশি করে ১৮টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে এবং তার মোটরসাইকেলটি জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা বলে জানানো হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গ্রেপ্তার পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।
—–ইউএনবি
আরও পড়ুন
হত্যাকাণ্ডের ২৬ বছর পর ২৬ আসামির যাবজ্জীবন
ছাত্র-জনতা আন্দোলনের সুফল পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নৌপ্রধানের
ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা