September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 12th, 2023, 8:25 pm

বেপরোয়া লুকে হাজির অনন্যা

অনলাইন ডেস্ক :

অল্প বয়সেই বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হয়ে উঠেছেন অনন্যা গুহ। পড়াশোনা আর অভিনয় দুটো দিকই একইসঙ্গে সামলাচ্ছেন এই টেলি কন্যা। ‘মিঠাই’ থেকে ‘লক্ষ্মী কাকিমা’ সুপারস্টারের মতো ধারাবাহিকে কাজ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এই মুহূর্তে ছোট পর্দায় তাকে দেখা যাচ্ছে না। তবে অনন্যার একটা ভালো ফ্যান ফলোয়ার্স রয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভক্তদের কাছাকাছি থাকেন অনন্যা। অভিনেত্রীর ইনস্টায় চোখ রাখলে বোঝা যায় নেটদুনিয়ায় তিনি ঠিক কতোটা অ্যাক্টিভ। প্রেমিক সুকান্ত কুন্ডুর সঙ্গে প্রায়ই রিল শেয়ার করেন। এবার বেপরোয়া এক লুকে দেখা মিললো তার। নতুন ছবিতে দেখা মিলেছে তার বিকিনি লুক।

এই লুকে শীতের দুপুরে সোশ্যালে উষ্ণতার পারদকে ঊর্ধ্বমুখী করেছে। গোলাপি বিকিনিতে অনন্যা সোশ্যালে একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন। প্রেমিকার বিকিনি লুক দেখে কী বলছেন বয়ফ্রেন্ড সুকান্ত? তিনি লিখেছেন, কলিং ৯১১। এর প্রেক্ষিতে কমেন্ট বক্সে জমা পড়েছে বেশকিছু আপত্তিকর মন্তব্য। এক নেটিজেন তো আবার অনন্যার হট অ্যান্ড বোল্ড ফটো পোস্টের আবদার করেছেন। খোলামেলা পোশাকে এর আগেও ছবি পোস্ট করে ট্রোল হয়েছেন অনন্যা গুহ।

তাই এবার ছবি পোস্ট করে আগেভাগেই ক্যাপশনে লিখে দিয়েছেন, ছিঃ দিদি তুমি কী নির্লজ্জ! নেটিজনদের মুখ তো বন্ধ হয়নি। বরং বুমেরাং হয়ে সেই কথাই ফিরলো তার কাছে। এক নেটিজেন খোঁচা মেরে লেখেন, একদম বেপরোয়া। সবাই জানে তুমি নির্লজ্জ বলার কী আছে নতুন করে। কারও মতে, এত খারাপ ছবি আগে কখনো দেখিনি। এক ইনস্টা ইউজার প্রশ্ন করেছেন, তোমার ঠা-া লাগে না?