October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 11th, 2021, 7:57 pm

বেফাঁস মন্তব্য করে আবারও আলোচনায় কঙ্গনা

অনলাইন ডেস্ক :

বিতর্কিত মন্তব্য করতে জুড়ি নেই কঙ্গনা রানাউতের। প্রায় সব বিষয়েই দেখা যায় তিনি স্রোতের বিপরীতে থাকতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। যা তাকে সমালোচিত করে এবং সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে। এবার সদ্য পদ্মশ্রী জয়ী এই অভিনেত্রী মন্তব্য করেছেন, ভারত ২০১৪ সালে স্বাধীনতা পেয়েছে। সম্প্রতি ‘ঞরসবং’-এর একটি সামিটে যোগদান করে এমনই মন্তব্য করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়া এরইমধ্যে শোরগোলে সরব। দেশের স্বাধীনতা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘১৯৪৭-এ দেশ আদতে স্বাধীনতা পায়নি। ভিক্ষা পেয়েছিল। আসল স্বাধীনতা পেল ২০১৪ সালে।’ অভিনেত্রীর এই মন্তব্যের পরই করতালি ঝড় ওঠে অনুষ্ঠানে। অভিনেত্রী মূলত ২০১৪ সালে স্বাধীনতা বলতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর নির্বাচন এবং তার সরকার গঠনের কথাই বলেছেন বলে মনে করছেন অনেকে। এই মন্তব্য নিয়ে নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন অভিনেত্রী। ‘চাটুকার’ তকমাও পেয়েছেন। এক নেটিজেন অভিনেত্রীকে বক্তব্যের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কাঠের ঘোড়ায় চড়ে প্লাস্টিকের তলোয়ার নিয়ে বীরাঙ্গনা হওয়া সরকারি চাটুকার স্বাধীনতার সেনাদের অপমান করছে। হাজারও বলিদানের পরিণামকে ভিক্ষা নাম দিচ্ছে।’ আবার কঙ্গনার মন্তব্যের পর করতালির ঝড় ওঠা প্রসঙ্গে একজন লিখেছেন, ‘উনি (কঙ্গনা) যাতে আর কিছু না বলতে পারেন, সেজন্য তাকে থামাতেই লোকে করতালি দেয়।’ অনেকের মন্তব্য, ‘কেবল পুরস্কার পাওয়ার জন্যই এই সমস্ত বলছেন কঙ্গনা।’