September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 3rd, 2024, 7:34 pm

‘বেরিলের’ আঘাতে ভেনিজুয়েলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত ২৫ হাজার নাগরিক

সিনহুয়া, কারাকাস :

হারিকেন বেরিলের আঘাতে উত্তর-পূর্ব ভেনিজুয়েলার সুক্রে রাজ্যের অন্তত ২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের দুজন নাগরিক নিহত হয়েছেন, এছাড়া নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী রেমিজিও সেবায়োস মঙ্গলবার বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ঘূর্ণিঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন, যাদের অনুসন্ধান চলছে।’

দেশটির রাষ্ট্রীয় ভেনেজোলানা দে টেলিভিশনকে তিনি বলেন, ‘ঝড়-বৃষ্টিতে ২৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এদিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ একটি এক্স পোস্টে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের নিয়ে গঠিত একটি কমিশন সুক্রে যাচ্ছে।

‘বেরিলের’ প্রভাবে মঙ্গলবার সকাল থেকে সুক্রের কুমানাকোয়ায় ভারী বৃষ্টি শুরু হয়। এতে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মানজানারেস নদী প্লাবিত হয়ে কুমানাকোয়া শহরটি তলিয়ে যায়।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, ২৭০ কিলোমিটার বেগে ভেনেজুয়েলা উপকূলে আছড়ে পড়ে পঞ্চম ক্যাটাগরির অতি তীব্র হারিকেন বেরিল।