October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 2:17 pm

বেরোবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে জাতীয় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মতিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ টিম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, পরিবহন প্রশাসক ড. মোঃ শফিকুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.টি.জি.এম গোলাম ফিরোজ প্রমুখ। এপিএ টিমের ফোকাল পয়েন্ট ও বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সভা: অপরদিকে বিকালে একই স্থানে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এতে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, পরিবহন প্রশাসক ড. মোঃ শফিকুর রহমান প্রমুখ। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত সভায় স্বগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির ফোকাল পয়েন্ট মোঃ নুরুজ্জামান খান। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।##