October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 27th, 2022, 7:44 pm

বেলারুশে আলোচনার প্রস্তাব পুতিনের, জেলেনস্কির না

অনলাইন ডেস্ক :

যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি হয়েছে ইউক্রেন এবং রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে আসে আলোচনার প্রস্তাব। তবে, আলোচনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আলোচনাস্থল বেলারুস। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার (২৭ ফেব্রুয়ারি) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি। তারা বেলারুশে বসতে চায় বলে জানায় রাশিয়া। কিছু ক্ষণের মধ্যেই এই প্রস্তাবের জবাব আসে ইউক্রেনের তরফেও। ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি জানান তিনিও আলোচনায় বসতে রাজি কিন্তু তার একটি শর্ত আছে। জেলেনস্কি বলেন, তিনি আর যেখানেই হোক বেলারুসে আলোচনায় বসবেন না রাশিয়ার সঙ্গে। রাশিয়ার বেলারুস-প্রস্তাবের জবাবে পাল্টা জেলেনস্কি আরও পাঁচটি আলোচনার জায়গার নাম বলেছেন। একটি অনলাইন বার্তায় তিনি বলেন, ‘ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তানবুল, বাকুÑ আমরা এই সবক’টি জায়গার প্রস্তাব দিলাম। এর যে কোনও একটিতে আলোচনায় বসা যেতে পারে।’ যদিও ইউক্রেনের প্রস্তাবে তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি মস্কো। বরং, রাশিয়া এবং ইউক্রেনের মধ্য়ে যখন যুদ্ধ থামানো নিয়ে আলোচনায় বসার কথা হচ্ছে, তখনও রাশিয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে একই রকম সক্রিয়।