October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:41 pm

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ‘এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের আর্থিক সক্ষমতা যাচাই করতে হবে। যাই হোক আমরা কী করতে পারি তা আমরা দেখব।’

শুক্রবার চাঁদপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা যখন শিক্ষার মান উন্নয়নে কাজ করছি তখন আমাদের অবশ্যই শিক্ষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে এটা সম্ভব হবে না।’

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের নেতারা উপস্থিত ছিলেন।

—ইউএনবি