অনলাইন ডেস্ক :
সাতটি গ্র্যামি এবং একবার অস্কারজয়ী গায়িকা বিলি আইলিশ। ২১ বছর বয়স যেন পুরোটাই প্রাপ্তিতে ভরা। ১৪ বছর বয়স থেকে বিশ্বজোড়া খ্যাতি তাঁর। ‘চার্টবাস্টার’ খ্যাত গায়িকার গান মানেই সুপারহিট। কখনো রাখঢাক করে কথা বলেন না। নিজের যৌনজীবন নিয়েও বলেন খোলামেলা। তবে এতদিন পর যেন বোমা ফাটালেন বিলি! মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির সঙ্গে এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, শারীরিকভাবে নারীদের প্রতি আকৃষ্ট হন তিনি। চারপাশে যখন নারীরা থাকে, তাদের প্রতি আকর্ষণ অনুভব করেন ‘ব্যাড গাই’ গায়িকা।
বিলি বলেন, ‘যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, আমরা কোথায় যাই? তখন বুঝতে পারি আমাকে কিসের জন্য তৈরি করা হয়েছিল। নারীদের সঙ্গে তখন আমার গভীর সংযোগ ঘটে।’
তিনি আরো বলেন, ‘সত্যিই কখনো অনুভব করিনি যে আমি মেয়েদের সঙ্গে খুব ভালো সম্পর্ক করতে পারব। আমি তাদের মানুষ হিসেবে ভালোবাসি। একসময় মনে হয়েছে, শারীরিকভাবেও আমি তাদের প্রতি আকৃষ্ট হয়েছি।’ তবে নারীদের ভীষণ ভয়ও পান এই গায়িকা ও অভিনেত্রী। বলেন, ‘জীবনে যেসব নারীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, আমাদের গভীর সম্পর্ক রয়েছে।
কিন্তু আমি তাদের সৌন্দর্য এবং তাদের উপস্থিতি খুব ভয় পাই। মনে হয়, এই বুঝি আমাকেও নারী হয়ে উঠতে হবে।’ ‘ওশান আইস’ গায়িকা নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দেন, তবু নিজেকে কখনোই ‘কাক্সিক্ষত’ বা ‘মেয়েলি’ মনে করেননি। বিলি বলেন, ‘নিজেকে আমার কখনোই নারী মনে হয়নি। আমার মধ্যে নারীসুলভ কোনো আচরণও নেই। কখনো মনে হয়নি নিজেকে সুন্দরী মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’ এমন স্বীকারোক্তি দিলেও গায়িকার প্রেমের ইতিহাস বলে অন্য কথা। দীর্ঘদিন প্রেম করেছেন গায়ক জেসি রাদারফোর্ডের সঙ্গে। এ বছরের মেতে অবশ্য তাঁরা আলাদা হয়ে যান।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ